ভারতে টুইটারের প্রধান কর্মকর্তা আটক, যে কারণে আটক করা হলো মনিশ মাহেশ্বরীকে , ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর লাদাখ বাদ! কড়া পদক্ষেপের ইঙ্গিত





ভারতে টুইটারের প্রধান কর্মকর্তা মনিশ মাহেশ্বরীকে কেনো আটক করা হলো  ?

 

Global New News Desk -

 

বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।  

 

এই অভিযোগের ভিত্তিতে ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীকে মঙ্গলবার আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

 

টুইটারে ভারতের মানচিত্র বিকৃত করে প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্য তাকে আটক করা হয়েছে।

 

সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।  

 

 

ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর পরই আটক করা হলো তাকে।    

 

 

যে কারণে আটক করা হলো ভারতে টুইটারের প্রধান কর্মকর্তাকে

 

টুইটারে বিকৃত মানচিত্র প্রকাশ করায় ভারতে টুইটারের প্রধান মনিশ মাহেশ্বরীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশ তাকে আটক করে। 

 

পুলিশ জানিয়েছে, টুইটারে ভারতের মানচিত্র বিকৃত  করে প্রকাশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সে জন্য তাকে আটক করা হয়েছে।

 

সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।

 

বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর।

 

ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৭৪ নম্বর ধারায় মনিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এর পরই আটক করা হলো তাকে।  

 

ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর লাদাখ বাদ! কড়া পদক্ষেপের ইঙ্গিত

জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের বাইরে রেখে মানচিত্র প্রকাশ করেছে বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। এ নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সঙ্গে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।

 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বাক স্বাধীনতা নিয়ে আগে থেকেই শীতল লড়াই চলছে দু’পক্ষের মধ্যে। নতুন এ কাণ্ডে টুইটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি।

 

খবরে বলা হয়, টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ওই মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় টুইটারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। দিল্লি সূত্রে জানা গেছে, অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবা হচ্ছে।

 

ভারত সরকারের নতুন ডিজিটাল আইন নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকেই সমস্যা চলছিল মোদি সরকারের। নতুন এ আইনের আওতায় ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপকে ডিজিটাল বার্তার উৎসস্থল জানাতে হবে।

 

টুইটার তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের এই ডিজিটাল আইন ‌ফ্রিডম অব এক্সপ্রেশন বা বাকস্বাধীনতার হস্তক্ষেপের শামিল।  

 

 

 

#globalnewnews.com 

#globalnewnews.com/bn 

#globalnewnewsen.blogspot.com 

#globalnewnewsbn.blogspot.com 

#gnn

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ