সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে ভুয়া চাকুরীর দেওয়ার নামে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার ১


 


 

র‍্যাবের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীতে ভুয়া চাকুরীর দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

 

 

 

Global New News Desk -

 

র‍্যাবের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীতে ভুয়া চাকুরীর দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ সদরের মো. রইস উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, সে বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকুরী দেওয়ার কথা বলে একই জেলার উল্লাপাড়া থানার মো. আলম সরকার (৪৪), পিতা মৃত শের আলী সরকার, সাং-হাওড়া এর কাছ হতে ৫ লাখ ৫ হাজার (পাঁচ লাখ পাঁচ হাজার) টাকা নেয়।

 

 

পরবর্তীতে চাকুরী দিতে ব্যর্থ হলে টাকা গুলো ফেরত না দিয়ে আত্নসাত করে। গ্রামের অসহায় গরীব দিন মুজুর খেটে খাওয়া মানুষের সহয় সম্বল বিক্রির অর্থ, কষ্টার্জিত অর্থ অথবা ঋণের টাকা দিয়ে একটি চাকুরীর আসায় প্রতারক চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছে পরিবারটি।

 

 

পরবর্তীতে ভুক্তভোগি পরিবারটি র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কাছে প্রতারকে গ্রেফতারের আবেদন  জানায়।

 

এর ধারাবাহিকতায় বুধবার ( ৩০ জুন ) রাত পৌনে ১২ টার দিকে র‍্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান নেতৃতে এই অভিযান চালায়। 

 

 

সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন থানা রোড় সয়াগোবিন্দ অভিযুক্ত আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার থানা রোড় সয়াগোবিন্দ এলাকার বক্স সরকার এর ছেলে ।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই প্রতারক দীর্ঘদিন যাবত জনগনের সাথে চাকুরী দেবার নামে প্রতারনা করে টাকা আত্নসাত করে আসছিল বলে জানায়।

 

গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ

 

 

অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

 

 

এ ধরণের প্রতারক গ্রেফতার অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‍্যাব-১২ বদ্ধপরিকর।

র‍্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।  

 

 

 

 

 

 

 

 

#globalnewnews.com     

#globalnewnews.com/bn     

#globalnewnewsen.blogspot.com     

#globalnewnewsbn.blogspot.com     

#gnn   

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ