র‍্যাব-১২' র অভিযানে পাবনার সাঁথিয়ায় ৪’শ ৯২ পিচ ইয়াবাসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার





পাবনায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১



Global New News Desk  - 


পাবনায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১।  র‍্যাব জানায় , বৃহস্পতিবার ( ২৪ জুন ) দুপুর ১২ টার দিকে র‍্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃতে এই অভিযান চালায়। 




৪’শ ৯২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ,


সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন পাটগাড়ী  গ্রামে সিরাজগঞ্জ টু-পাবনা মহাসড়কের পশ্চিম পার্শ্বে ৮ নং পাটগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা  করে।  



এসময় ৪’শ ৯২ (চারশত বিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো, জাকাত (৩৭) নামে ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে পাবনা জেলার সাঁথিয়া থানার পাটগাড়ী গ্রামের মৃত আলহাজ্ব রিয়াজ উদ্দিন ফকির এর ছেলে।



সাঁথিয়া  থানায় হস্তান্তর ,


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা    জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে পাবনা জেলার সাঁথিয়া  থানায় হস্তান্তর করা হয়েছে।


চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব ,


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, 



সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।


এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‍্যাব-১২ বদ্ধপরিকর।

র‍্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।




#globalnewnews.com   #globalnewnews.com/bn   #globalnewnewsen   #globalnewnewsbn   #gnn 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ