ভারতের সামরিক স্থাপনায় প্রথম ড্রোন হামলা , জম্মু বিমানঘাঁটিতে জোড়া বিস্ফোরণ





ধারণা করা হচ্ছে, ভারতের কোনো সেনা স্থাপনায় প্রথমবারের মতো মনুষ্যবিহীন উড়োজাহাজ বা ড্রোন থেকে হামলার ঘটনা এটি।


ভারতের জম্মু বিমানঘাঁটিতে জোড়া বিস্ফোরণ


Global New News Desk -

ভারতের কোনো সেনা স্থাপনায় প্রথমবারের মতো মনুষ্যবিহীন উড়োজাহাজ বা ড্রোন থেকে জোড়া হামলা করা হয়েছে । ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি ড্রোন হামলার মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সামরিক স্থাপনায় এটিই প্রথম ড্রোন হামলার ঘটনা।


গত শনিবার স্থানীয় সময় রাতে পাঁচ মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটেছে। এতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দু'জন সদস্য আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। তবে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিমানবাহিনী। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।


যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল ,,

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে পাকিস্তানের সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথম বিস্ম্ফোরণটি ঘটে রাত ১টা ৩৭ মিনিটে। এর ছয় মিনিট পর রাত ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় বিস্ম্ফোরণের আওয়াজ শোনা যায়।


একটি বিস্ফোরণে ওই স্টেশনের কারিগরি শাখার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য বিস্ফোরণটি খোলা জায়গায় ঘটেছে। ক্ষয়ক্ষতি তেমন না হলেও এ ঘটনার পেছনে বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। তাদের দাবি, স্টেশনে মোতায়েন বিমানবাহিনীর যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। কোনোভাবে ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়েছে।



বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে এফআইআরও দায়ের করা হয়েছে ,,

কেন্দ্রীয় বোমা বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে গিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে। দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে এফআইআরও দায়ের করা হয়েছে।


আগে থেকেই নিরাপত্তার চাদরে ঢাকা এই সামরিক স্থাপনায় জোড়া বিস্ফোরণের পরপরই বোমাবিষয়ক জাতীয় তথ্যভান্ডারের বিশেষজ্ঞ, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং ফরেনসিক দলের সদস্যরা সেখানে যান। পাকিস্তানের সীমান্ত থেকে মাত্র ১৬ কিলোমিটর দূরের এই সামরিক স্থাপনায় পৌঁছেছেন জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে এটাকে ‘গুরুতর ঘটনা বলে মনে করছেন তাঁরা।




#globalnewnews.com     #globalnewnews.com/bn     #globalnewnewsen.blogspot.com     #globalnewnewsbn.blogspot.com      #gnn    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ