টাঙ্গাইলে পৃথক অভিযানে বিয়ার, দেশীয় মদ এবং ৫০ গ্রাম হেরোইনসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২





 

 

টাঙ্গাইলে র‍্যাবের হাতে হেরোইন দেশীয় মদসহ গ্রেফতার ৬

 

 

Global New News Desk   -   

টাঙ্গাইলে র‍্যাবের হাতে ৫০ গ্রাম হেরোইন দেশীয় মদসহ গ্রেফতার ৬ । র‍্যাব জানায় , রোববার ( ১৯ সেপ্টেম্বর )  সকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে এই অভিযান চালায় ।

 

 

 

র‍্যাবের আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানার রেজিস্ট্রি পাড়া এলাকার স্যামসাং শো-রুমের সামনে ভিক্টোরিয়া রোডে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।

 

এসময় মো. রাশেদুল ইসলাম (৩১), পিতা- মৃত- বাদশা মিয়া, গ্রাম- পাতাইল কান্দি, থানা-ভূঞাপুর । গোবিন্দ সরকার (৪২), পিতা- মৃত- হরিদাস সরকার, গ্রাম- আকুর টাকুর পাড়া (১৬নং ওয়ার্ড), থানা- টাঙ্গাইল সদর । মো. আলমগীর হোসেন (৪৫), পিতা- মৃত- আব্দুল বারেক, গ্রাম- আগবেথৈ, থানা- টাঙ্গাইল সদর সর্ব জেলা- টাঙ্গাইল । এছাড়া রাজিব আহম্মেদ (৩১), পিতা- মৃত- নুরুল ইসলাম, গ্রাম- মহদীপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী । এদের কে বিয়ার- ৬ ক্যান, দেশীয় মদ- ৬ বোতল, ৫টি মোবাইল, ৫টি, সিম কার্ড এবং নগদ- ২ হাজার ১শ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব ।

 

একই দিন পৃথক অভিযান সকাল সাড়ে ৬ টার দিকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সোনিয়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার ইউনিট-১ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।

এসময় হেরোইনসহ দুই জন কে গ্রেফতার করে র‌্যাব ।তাদের সঙ্গে থাকা ৫০ গ্রাম হেরোইন, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ- ৩ হাজার ১৭০ টাকা জব্দ করা হয় ।গ্রেফতারকৃতরা হলেন , রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিশালবাড়ী গ্রামের মৃত-এলাহী বকস এর ছেলে মো. মানিকুল ইসলাম (৪৫) । এবং একই গ্রামের মৃত- শাহজাহান আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৩৫) ।

 

 

সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য বিয়ার, দেশীয় মদ এবং হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রয় করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি মামলা রুজু করা হয়েছে।  











 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ