টাঙ্গাইলের কালিহাতিতে জাল সরকারি স্ট্যাম্প লাগানো ৩২ হাজার ২৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়িসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

 






র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কর্তৃক অভিযান পরিচালনা করে সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি  স্ট্যাম্প লাগানো ৩২,২৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়ি সহ ০২ জন আসামীকে গ্রেফতার করে ।



 

র‌্যাব-১২ : টাঙ্গাইলে জাল সরকারি  স্ট্যাম্প লাগানো বিড়িসহ গ্রেফতার ২ 

 

Global New News Desk  -

টাঙ্গাইলে জাল সরকারি  স্ট্যাম্প লাগানো বিড়িসহ গ্রেফতার ২ । র‌্যাব জানায় , সোমবার ( ২৩ আগস্ট ) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে এই অভিযান চালায় র‌্যাব ।

 

 

আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন ইছাপুর এলাকায় দয়াল বাবা জহুর আলী মুন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে ।

 

 

এসময় জাল সরকারি  স্ট্যাম্প লাগানো বিড়িসহ দুই জনকে গ্রেফতার করে র‌্যাব । গ্রেফতারকৃতরা হলেন , কুষ্টিয়া জেলার সদর উপজেলার বটতৈল গ্রামের মো. খলিল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (৩০) এবং একই এলাকার মো. আতিয়ার আলী শেখ এর ছেলে মো. মুরাদ আলী শেখ (৩১) ।

 

 

 

তাদের সঙ্গে থাকা  ৩২ হাজার ২৬৫ (বত্রিশ হাজার দুইশত পঁয়ষট্টি) টি প্যাকেট পাখি স্পেশাল বিড়ি (যার মূল্য আনুমানিক ৫ লাখ ৮০ হাজার ৭৭০ টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করে।


উপস্থিত সাক্ষীদের ও আশ পাশের লোকজনকে জিজ্ঞাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে পাখি স্পেশাল বিড়ি ক্রয়-বিক্রয় করে থাকে।

 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

 

 

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

                 

 

 

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ