মুক্তিযোদ্ধার সার্টিফিকেট টাকা দিয়ে কেনা যায়, কোনো ব্যাপারই না - উপজেলা ভাইস চেয়ারম্যান ঘাটাইল





 

 

ঘাটাইলে মুক্তিযোদ্ধাকে রাজাকার বললেন উপজেলা ভাইস চেয়ারম্যান  


Global New News Desk  - 

ঘাটাইলে মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও কাছে লিখিত অভিযোগ

করেছেন ভূক্তভোগী মুক্তিযোদ্ধা ।আজ রোববার (২২ আগস্ট) ভাইস চেয়ারম্যানের বিচার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খান (৭২)। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে একজন বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার ও মীর জাফর উল্লেখ করে বক্তব্য দেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু।

 

 

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আনেহলা ইউনিয়নের একাশীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুইভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠানের আযোজন করে স্থানীয় আওয়ামী লীগ। একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে অপর অনুষ্ঠানে সভাপতিত্ব করা বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খানকে মীর জাফর ও রাজাকার উল্লেখ করে বক্তব্য দেন।

 

 

মজিবর রহমান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তার লাল মুক্তিবার্তা নং ০১৯৩০০০০৭৫১। এমন কটুক্তির কারণে তার সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন।

 

 

উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন বলেন, ভাইস চেয়ারম্যান একজন স্বাধীনতা বিরোধী লোক। মজিবর রহমানকে রাজাকার বলা মানে দেশের প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধাকে রাজাকার বলার সামিল, রাষ্ট্রদ্রোহীতার সামিল।

 

 

উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা কমিটির সদস্য এমদাদুল হক খান হুমায়ুন বলেন, ভাইস চেয়ারম্যান ছোট বয়সে বড় পদ পেয়েছেন, এমন বক্তব্য বয়সের দোষ।

 

 

উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু বলেন, মুক্তিযোদ্ধাকে নিয়ে এ ধরণের মন্তব্য অবশ্যই নিন্দনীয়। এ বক্তব্য দিয়ে তিনি দেশের সকল মুক্তিযোদ্ধাকে খাটো করেছেন।  

 

 

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান কাজী আরজু বলেন, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট টাকা দিয়ে কেনা যায়, কোনো ব্যাপারই না। মজিবর নামে ওই ব্যাক্তি এলাকায় একজন চিহিৃত রাজাকার।

 

ইউএনও (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান, তাদের সে সম্মানটুকু দেওয়া উচিত। অভিযোগ পেয়েছি সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ