দাবানলে পুড়ছে বিশ্ব ,গত ১৮ বছরে এমন ভয়াবহ দাবানল দেখেনি বিশ্ব

 




যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, গ্রিনভিল নয়, উত্তর আমেরিকার কিছু অঞ্চল, সাইবেরিয়া, ইউরোপের দক্ষিণাঞ্চলের , কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের , গ্রিসের সর্ববৃহৎ দ্বীপ এভিয়া , ইউরোপের গ্রিস, তুরস্ক, ইতালি, রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও ইউক্রেনে দাবানল জ্বলছে
 


 

দাবানলে পুড়ছে বিশ্ব ,যা গত ১৮ বছরে দেখা যায়নি  

 

 

 

Global New News Desk  - 

শহরের নাম গ্রিনভিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পার্বত্য এলাকার শহরটির নামের সঙ্গে সবুজ যুক্ত থাকলেও এখন আর এটি সবুজ নেই। চলতি সপ্তাহে ভয়াবহ দাবানলে ছারখার হয়ে গেছে শহরের বিভিন্ন স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ।

 

 

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, গ্রিনভিল নয়, উত্তর আমেরিকার কিছু অঞ্চল, সাইবেরিয়া, ইউরোপের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুড়ছে এখন দাবানলে। বিজ্ঞানীরা বলছেন, ২০০৩ সালের পর চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত এমন দাবানল বিশ্ব আর দেখেনি। তীব্র দাবদাহ ও দীর্ঘ খরার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে দাবানল সৃষ্টি হয়েছে। এতে বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে ৩৪৩ মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে; যা পরিবেশের সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে।

 

 

 

 

গার্ডিয়ান-এর খবরে বলা হয়, গত বৃহস্পতিবার নাগাদ দাবানলে ক্যালিফোর্নিয়ার গ্রিনভিল শহরের গ্যাস স্টেশন, গির্জা, হোটেল, জাদুঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে ১০০ বছরের বেশি পুরোনো কিছু ভবন রয়েছে। তবে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়ার প্লামাস কাউন্টির শেরিফ টড জনস ক্ষতিগ্রস্ত ভবনের একটি ধারণা দিয়ে বলেছেন, গ্রিনভিলের আশপাশের শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

 

 

বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে ৩৪৩ মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে 

 

তিন সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার এ অঞ্চল। গত শুক্রবার সকাল পর্যন্ত এখানকার ৪ লাখ ৩২ হাজার ৮১৩ একর এলাকা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

 

 

 

 

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের একটি গুরুত্বপূর্ণ গ্রাম দাবানলে পুড়ে গেছে। মন্টি লেক নামের গ্রামটি পর্যটনের জন্য বেশ জনপ্রিয়। গত মাসে দাবানলে লাইটন নামের আরেকটি গ্রাম পুরো ধ্বংস হয়ে যায়। এতে দুজনের মৃত্যু হয়।

 

 

 

বিবিসির খবরে বলা হয়েছে, ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দেশ গ্রিস। দেশটির ছয়টি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। দাবানলে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন অগ্নিনির্বাপণকর্মী। গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে পৌঁছে গেছে দাবানল। ধোঁয়ায় ঢেকে গেছে এ অঞ্চল। সেখান থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। কাছেই এভিয়া দ্বীপেও আগুন জ্বলছে। দাবানল পৌঁছে গেছে ঐতিহাসিক অলিম্পিয়া শহরের কাছাকাছি। 

 

 

 

 

এদিকে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপদাহ বয়ে যাচ্ছে গ্রিসের সর্ববৃহৎ দ্বীপ এভিয়ায়। এর প্রভাবে সৃষ্ট দাবানলে ১০ দিনে পুড়ে গেছে সেখানকার কয়েক হাজার হেক্টর পাইনভূমি। এ মুহূর্তে আগুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজধানী এথেন্সের দিকে।

 

 

 

 

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইউরোপের গ্রিস, তুরস্ক, ইতালি, রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও ইউক্রেনে দাবানল জ্বলছে। যুক্তরাষ্ট্রের গ্রিনভিল ও উত্তর আমেরিকার কিছু অঞ্চল ইতোমধ্যে আগুনের কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া গত মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের একটি গ্রাম দাবানলে পুড়ে ছাই হয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বব্যাপী বনাঞ্চল ও তৃণভূমি পুড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে ৩৪৩ মেগাটন কার্বন নিঃসরণ হয়েছে, যা পরিবেশের সুরক্ষায় বড় হুমকি হয়ে উঠতে পারে।

 

 

 

গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি পৌঁছে গেছে দাবানল 

গ্রিসে গত ১০ দিনের দাবানলে দেশটির ৫৬ হাজার ৬৫৫ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, দেশটিতে ২০০৮ ও ২০২০ সালের মধ্যবর্তী সময়ে সংঘটিত দাবানলে গড়ে মাত্র ১৭০০ হেক্টর জমি পুড়েছে। সেই তুলনায় এবারের দাবানল অনেক বেশি ধ্বংসাত্মক। রাজধানী এথেন্সের পূর্বদিকে অবস্থিত বড় দ্বীপ এভিয়ায় দাবানলে সেখানকার প্রাচীন বনের উত্তর অংশের কয়েক হাজার হেক্টর জমি এখনও জ্বলছে। এ ছাড়া গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি পৌঁছে গেছে দাবানল।

 

 

 

তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপদাহের মধ্যে গ্রিসের অনেক জায়গায় এই দাবানলের সূত্রপাত হয়। দাবানলে এরই মধ্যে দেশটির বিভিন্ন অংশের বনাঞ্চল পুড়েছে; শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। দেশটিতে দাবানলে এখন পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ৫৭৫ দমকলকর্মী প্রাণপণ লড়ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাবানল মোকাবিলায় ফ্রান্স, মিসর, সুইজারল্যান্ড, স্পেনসহ একাধিক দেশ গ্রিসের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

 

 

 

দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে গত শনিবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস বলেন, 'দুঃস্বপ্নের এই রাত শেষ হলে অতিসত্তর আমরা সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনব।'

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের তৃতীয় বৃহত্তম দাবানলে এক দিনেই অন্তত পাঁচজন নিখোঁজ হয়েছেন। গ্রিনভিলের ঐতিহাসিক গোল্ড রাশ শহরসহ পুড়ে গেছে বহু এলাকা। ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টো থেকে ১৬০ মাইল উত্তরের এ শহরটি দাবানলে পুড়ে ভস্মে পরিণত হয়েছে। নিখোঁজদের খুঁজে পেতে জনসাধারণের সাহায্য চেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

 

 

 

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি বলেছেন 

নিখোঁজ পাঁচজনের সবাই গ্রিনভিলের বাসিন্দা। ডিক্সি নামের এই দাবানলে এ পর্যন্ত প্রায় চার লাখ ৪৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। স্থানীয় সময় গত শনিবার দুপুর পর্যন্ত দাবানলটির ২১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে বলে ক্যালিফোর্নিয়া দমকলের মুখপাত্র ও দমকলকর্মী এডউইন জুনিগা জানিয়েছেন।

 

 

 

এদিকে তুরস্কের পাঁচটি প্রদেশে জ্বলতে থাকা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত শনিবার হঠাৎ করেই তুমুল বৃষ্টি দেশটির জন্য স্বস্তির বার্তা বয়ে নিয়ে আসে। এর আগে আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪৫০ দমকলকর্মী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন। তাদের সঙ্গে দেশটির বিমানবাহিনীর ১৫টি জেট বিমান আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি বলেছেন, বৃষ্টির পরও দম ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও বেগ পেতে হবে।  

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ