টাঙ্গাইলে ঊনিশ গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার ) সহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

 




র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল ,কর্তৃক অভিযান পরিচালনা করে ১৯ (ঊনিশ) গ্রাম হেরোইন ,(যার মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা ) সহ ৩ জন আসামীকে গ্রেফতার করে ”





 

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৩

 

Global New News Desk  - 

 

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৩ ।র‌্যাব জানায় , রোববার ( ৮ আগষ্ট ) রাত ২ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে এই অভিযান চালায় ।

 

 

আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন কালিহাতি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যাওয়ার তোরণের নিচে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।

 

 

এসময় হেরোইনসহ তিন জনকে গ্রেফতার করে র‌্যাব ।গ্রেফতারকৃত আসামীরা হলেন ,

মো. আ. রাজ্জাক (৩৫), পিতা- মো. নুরুল ইসলাম ওরফে নুরু, গ্রাম - কালিহাতি (মধ্যপাড়া),

মো. শফিকুল ইসলাম ওরফে সফি (৩২), পিতা- মো. ইনসান আলী, গ্রাম - কালিহাতি (মুন্সীপাড়া), উভয় থানা- কালিহাতি,

 

 

মো. হারুন অর রশিদ (৩৫), পিতা- মো. মকবুল হোসেন, গ্রাম - হামিদপুর, থানা- ঘাটাইল, সর্ব জেলা- টাঙ্গাইল ।তাদের সঙ্গে থাকা ১৯ (উনিশ) গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা ) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

 

 

সাক্ষীদের সম্মুখে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি এবং ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

 

 

আসামীদের টাঙ্গাইল জেলার কালিহাতি এবং ঘাটাইল থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য হেরোইন সরবরাহ করে।

 

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
 
 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

 

 

 

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

 

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ