টাঙ্গাইলে র‍্যাবের করোনা কালিন বিধি-নিষেধের উপর মোবাইল কোর্ট পরিচালনা



করোনা কালিন বিধি-নিষেধের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ জনকে ৬৬ হাজার ২’শ টাকা জরিমানা, এছাড়া একশত পিস ইয়াবা এবং নগদ ৪০ হাজার ৫’শ টাকাসহ তিনজন ও ওয়ারেন্ট ভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২


বাংলাদেশের টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে জরিমানাসহ গ্রেফতার ৪


Global New News Desk -  


বাংলাদেশের টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে জরিমানাসহ গ্রেফতার ৩। র‍্যাব জানায় , রোববার ( ২৫ জুলাই ) ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান। এবং

 

ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মির্জাপুর, টাঙ্গাইল ও ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম, এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কমিশনার ভুমি, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল এর নেতৃত্বে এই অভিযান চালায়।

 

আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর এবং সদর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দন্ড বিধি ১৮৬০ সালের ২৬৯ এবং ২০০৯ এর ৫৩ ধারায় অভিযুক্ত ২১ জনকে ৬৬,২০০ নগদ টাকা জরিমানা আদায় করেন।


একই সময়ে পৃথক আরেকটি অভিযানে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন মালতী (পশ্চিম পাড়া) এলাকায় পরিচালনা করে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।


আসামীরা হলেন , টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার মালতী গ্রামের মৃত- আ. বারী সিদ্দিকীর ছেলে মোস্তফা কামাল (৪০) । এছাড়া ,

একই গ্রামের আ. কাদের এর ছেলে মো. আনিছ (২৮) এবং শহীদুল এর ছেলে মো. খোকন (২২) ।


তাদের সঙ্গে থাকা একশত পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৪০ হাজার ৫’শ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।


সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।


আসামীগণ টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ করে।


গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।


অপরদিকে একই সময়ে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টেংরী নামক এলাকায় অভিযান পরিচালনা ওয়ারেন্ট ভূক্ত আসামী পিচ্ছি হান্নান ওরফে সজিব মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করে । সে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বকশীগঞ্জ পশ্চিম পাড়া গ্রামের মো. সোহাজল এর ছেলে ।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সুস্থ্য অবস্থায় অফিসার ইনচাজর্, বকশীগঞ্জ থানা, জামালপুর প্রেরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ