বগুড়ার শেরপুরে গাঁজাসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২



বগুড়ায় ৩ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব


Global New News Desk - 

বগুড়ায় ৩ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। 


র‍্যাব নিয়মিত অভিযান ,


জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় রোববার ( ৩০ মে ) দুপুর ৪ টার দিকে র‍্যাব-১২ এর এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃত্বে এই অভিযান চালায়। 

সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন আশঁ গ্রামে ৭ নং ভবানীপুর ইউনিয়নের ০১,০২,০৩, নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা মেম্বার মোসা: হাসিনা বেগম এর বসত ঘরের ভিতরে বারান্দায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ০১ কেজি ৫০০ গ্রাম (এক কেজি পাঁচশত গ্রাম) গাঁজা সহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। 



গ্রেফতারকৃত আসামী  ,

মোঃ মিলন হোসেন (৪২), পিতা- মোঃ দশের আলী, বর্তমান সাং- আশঁ গ্রাম, থানা- শেরপুর, জেলা- বগুড়া 

মোঃ হেলাল (৪৫), পিতা-মৃত জাবেদ আলাী, সাং- লবণকোটা, এবং  

শ্রী মন্টু চন্দ্র মাহাত, পিতা- মৃত: জটাধারী মাহাত . উভয়ের গ্রাম - মহিসাচাপর, উভয় থানা- রায়গঞ্জ ও জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

থানায় হস্তান্তর ,

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার  শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‍্যাব-১২ বদ্ধপরিকর।

র‍্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


This is a newsportal website on international portal.
Please visit https://globalnewnews.com for english . and https://globalnewnews.com/bn for bangla version. Thanks .
Our 
Mobile ;
8801712706444 , 8801713580279 , 8801580414333 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ