টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩ ফার্মেসীর মালিককে দুই লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা

র‍্যাব টাঙ্গাইলে ৩ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে 

Global New News Desk - 

র‍্যাব টাঙ্গাইলে ৩ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে। র‍্যাব জানায় , র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কর্তৃক রেজিস্ট্রেশনবিহীন ঔষধ এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ মজুদ রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৩ জন ফার্মেসীর মালিককে সর্বমোট নগদ ২,৩০,০০০/- (দুই লাখ ত্রিশ হাজার) টাকা জরিমান আদায় করে।



নেতৃত্বে এই অভিযান ,


সোমবার (৩১ মে) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এবং ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), টাঙ্গাইল সদর, টাঙ্গাইল এর নেতৃত্বে এই অভিযান চালায়। 



একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন এলাকায় রেজিস্ট্রেশনবিহীন ঔষধ এবং মেয়াদ উর্ত্তীন ঔষধ মজুদ রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 





অভিযুক্ত আসামী ,


এসময় ঔষধ আইন ১৯৪০ এর ১৮(গ) ধারায় অভিযুক্ত আসামী ,


আঃ মজিদ (৪০), পিতাঃ আবুল কাশেম, সাং- পিচুরিয়া (কাশেম ফার্মেসী) কে নগদ ৩০,০০০/- টাকা, 


অরুন চন্দ্র (৫৭), পিতা- মৃত- মনিন্দ্র চন্দ্র, সাং- পূর্ব আদালত পাড়া (রিমু সিমু ফার্মেসী) কে নগদ ১,০০,০০০/- টাকা, 


মোঃ আনিছুর রহমান (৪২), পিতা- মৃত- সজর আলী, সাং আদালত পাড়া (মধুবন ফার্মেসী)কে নগদ ১,০০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়, সর্ব থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল। 


সর্বমোট ০৩ জনকে নগদ ২,৩০,০০০/- (দুই লাখ ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। 






This is a newsportal website on international portal.
Please visit https://globalnewnews.com for english . and https://globalnewnews.com/bn for bangla version. Thanks .
Our 
Mobile ;
8801712706444 , 8801713580279 , 8801580414333 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ