টাঙ্গাইলে মধুপুর থেকে চুরিকৃত অপরিশোধিত কাঁচা ৩৫০ কেজি রাবারসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২





 

টাঙ্গাইলে র‍্যাবের হাতে চুরিকৃত রাবারসহ গ্রেফতার ১

 

 

Global New News Desk   -  

টাঙ্গাইলে র‍্যাবের হাতে চুরিকৃত রাবারসহ গ্রেফতার ১ । র‌্যাব জানায় , সোমবার ( ১৩ সেপ্টেম্বর ) ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো. গোলাম ফারুক এর নেতৃত্বে এই অভিযান চালায় র‍্যাব ।

 

 

আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পীরগাছা গ্রামে অভিযান পরিচালনা করে । এসময় সরকারী রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত কাঁচা রাবার-৩৫০ কেজিসহ (যার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা) মোঃ আব্দুর রাজ্জাক (৪২)  নামের একজনকে গ্রেফতার করে র‌্যাব । সে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পীরগাছা গ্রামের মো. আমির আলীর ছেলে ।

 

উপস্থিত সাক্ষী, ধৃত আসামী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী মধুপুর থানা এলাকার সরকারী রাবার বাগান হইতে অবৈধভাবে অপরিশোধিত কাঁচা রাবার বহুদিন ধরে চুরি করিয়া মজুদ করে বিক্রয় করিয়া আসিতেছে।

 

ধৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ