টাঙ্গাইলে কালোবাজারির দুইশ বস্তা পটাশ সার , একশ বস্তা ডিএপি সার, এবং একটি ট্রাকসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব - ১২



র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কর্তৃক ,অভিযান পরিচালনা করে ,কালোবাজারি ,২০০ বস্তা পটাশ সার ,এবং ১০০ বস্তা ডিএপি সার ,এবং নগদ ২ লাখ টাকা ,ও ১ টি ট্রাকসহ ,২ জন আসামীকে গ্রেফতার করে  


 


 

র‍্যাব টাঙ্গাইলে তিনশ বস্তা সার ও একটি ট্রাকসহ দুই জনকে গ্রেফতার করেছে



 

Global New News Desk  - 

র‍্যাব টাঙ্গাইলে তিনশ বস্তা সার ও একটি ট্রাকসহ দুই জনকে গ্রেফতার করেছে । র‌্যাব জানায় , মঙ্গলবার ( ৩ আগস্ট ) সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ মুশফিকুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এর নেতৃত্বে এই অভিযান চালায় ।

 

আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন রেল ক্রসিং সংলগ্ন টাঙ্গাইল হতে ময়মনসিংহ গামী রোডে অভিযান পরিচালনা করে ।

 

এসময় এক ট্রাক সারসহ দুই জনকে গ্রেফতার করে র‌্যাব ।গ্রেফতারকৃতরা হলো ,

 

মো. সোহাগ মিয়া (৩০), পিতা- ছলিম উদ্দিন, সাং- কান্দারপাড়া, থানা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর এবং

মো. মঞ্জিল ইসলাম (২০), পিতা- মো. মোতালেব, সাং- কাইতকাই, থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইল ।

 

 

তাদের সঙ্গে থাকা কালোবাজারির সরকারী পটাশ সার ২০০ বস্তা, ডিএপি সার ১০০ বস্তা, এবং নগদ ২ লাখ টাকা ও ১ টি ট্রাক জব্দ করে র‌্যাব ।

 

 

সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অধিক মুনাফা লাভের আশায় সরকারী সার সংগ্রহ পূর্বক দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

 

 

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুত চলছে।
 

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (Rapid Action Battalion) বা র‍্যাব (RAB) বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী।

 

 

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে।

 

 

 

 

বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র‍্যাব গঠিত হয়। র‍্যাব-এর সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত।

 

 

 

 

র‍্যাবের মূলমন্ত্র- মনোগ্রামের সর্বনিম্নে উৎকীর্ণ বাংলাদেশ আমার অহংকার র‍্যাবের মূলমন্ত্র। এ মূলমন্ত্রে উজ্জীবিত র‍্যাবের প্রতিটি সদস্য সন্ত্রাসমুক্ত সুখী এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য সর্বদা বজ্র কঠিন সংকল্পবদ্ধ।

 

 

 

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা  পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

 

 

 

 

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী খুন, এবং অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ