বাংলাদেশের সিরাজগঞ্জ ও গাজীপুরে র‌্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা সহ ৬ জন র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেফতার










 

বাংলাদেশের গাজীপুরসহ র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৬ 

 

 

 

 

 

 

Global New News Desk -

 

বাংলাদেশের গাজীপুরসহ র‌্যাবের পৃথক অভিযানে গ্রেফতার ৬  । র‌্যাব জানায় , শনিবার ( ১৭ জুলাই ) রাতের প্রথম প্রহর দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ বারোইপাড়া রোড মোল্লাপাড়া মোড় আব্দুল্লাহ অটো হাউজের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায় ।   

 

 

 

এসময় ৯শ ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো. আলহাজ্ব (৩২) নামে ১  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৫শ ৭০ টাকা ও ০১ টি মোবাইল জব্দ করা হয়।সে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মৃত দেলশাদ এর ছেলে ।

 

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পৃথক অভিযানে শুক্রবার ( ১৬ জুলাই ) দুপুর ১২ টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডার মোড়ে এসআই বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

 

 

 

এসময় ২৮৪ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৪ হাজার ৬৫০/-(চার হাজার ছয়শত পঞ্চাশ) টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন , নওগা জেলার সদর উপজেলার চকবিলাকি গ্রামের মো. খোকা সরদার এর ছেলে মো. রাজু (২৫) এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিমনা গ্রামের মো. সহিদুল ইসলাম এর ছেলে মো. সজিব আহম্মেদ (১৯)।

 

 

 

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪ (গ) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আরেকটি পৃথক অভিযানে শুক্রবার ( ১৬ জুলাই ) দুপুর সোয়া ১ টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন এসএস রোডের ভিআইপি মোড়স্থ লিলি কসমেটিক্স ষ্টোরের সামনে পাকা রাস্তার পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।

 

 

এসময় ৩ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৬শ (তিন হাজার ছয়শত) টাকা ও ৩ টি মোবাইল জব্দ করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন ,  

 

মো. তারিফ শেখ (৩৫), পিতা-মোঃ আব্দুল মতিন শেখ,

শ্রী প্রশান্ত কুমার (৩৮), পিতা-মৃত গংগা প্রসাদ, উভয় সাং-সয়াগবিন্দ (মিলনমোড়) 

মো. আ. রউফ লিটন (৪৬), পিতা-মৃত আঃ রশিদ খান, সাং-এসএস রোড (মনোহারী পট্টি) সর্ব থানা ও জেলা-সিরাজগঞ্জ।

 

 

 

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও গাজীপুর  জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

 

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(ক) ধারায় ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

 

 

 

জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

 

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

 

 

 

#globalnewnews

#globalnewnews_bn

#globalnewnews_en_blogspot

#globalnewnews_bn_blogspot

#gnn

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ