র‍্যাব সিরাজগঞ্জে এগ্রোভেট কোম্পানিকে জেল জরিমানা ও সরকার নিষিদ্ধ ওষুধসহ আটক ৪

 

র‍্যাব সিরাজগঞ্জে এগ্রোভেট কোম্পানিকে জেল জরিমানা ও সরকার নিষিদ্ধ ওষুধসহ আটক ৪

র‍্যাব সিরাজগঞ্জেমাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে




Global New News Desk -


সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সলঙ্গায় র‍্যাবের পৃথক পৃথক অভিযানে অনুমোদন বিহীন এগ্রোভেট ওষুধ তৈরী ও বিক্রয়ের অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে আটক ০১ জন ও সরকার কতৃক নিষিদ্ধ (Tapentadol) ওষুধসহ ০৩ জনসহ মোট ০৪ জন আটক।



ড্র্রাগসন ফার্মাসিউটিক্যালস্ ,

মঙ্গলবার (২৫ মে ) সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীকোলাস্থ ড্র্রাগসন ফার্মাসিউটিক্যালস্ এ একটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১২ এর অপারেশন টিম।

এসময় অনুমোদন বিহীন এগ্রোভেট ওষুধ তৈরী ও বিক্রয়ের অভিযোগে  মোঃ ওয়াহেদ আলী(৩৮) নামে একজন কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শ্রীকোলা গ্রামের আব্দুল গফুর এর ছেলে।



জেলা কারাগারে পাঠানো হয়েছে ,

র‍্যাবের সহযোগিতায় সার্বিক বিষয় পর্যালোচনা করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঈন উদ্দিন, ক-অঞ্চল, সিরাজগঞ্জ এবং র‍্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে উপরোক্ত অনিয়মের দায়ে উক্ত ব্যাক্তিকে আইনের আওতায় আনা হয় এবং সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।



পৃথক অভিযানে ,

একই দিন (২৫ মে) রাত ১০ট টার দিকে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পৃথক একটি অভিযান চালায়।


এসময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুল এ এইচ এম সাখওয়াত হোসেন জেনারেল হসপিটালের সামনে বিশ্ব রোড সংলগ্ন জয়া মেডিকেলের সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫৮৫ পিচ (Centradol-378,Cynta-190,Lopenta-10,Centra-7) Tapentadol  গ্রুপের নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট (Tapentadol)সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।



নেশা জাতীয় মাদক দ্রব্য ,


এসময় তাহাদের নিকট থেকে নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৪ টি পুরাতন বাটন মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮শত টাকা জব্দ করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা হলেন , সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চড়িয়া শিকার উত্তর পাড়া গ্রামের মৃত গোলবার হোসেন এর ছেলে মোঃ লিটন আহম্মেদ (৩৫) এবং একই গ্রামের মৃত আলহাজ্ব মোশারফ হোসেন এর ছেলে মোঃ নজরুল ইসলাম (৬৩)।


এবং একই উপজেলার সরাটৌল গ্রামের মৃত  নুরনবী তালুকদার এর ছেলে মোঃ আহসান হাবিব তালুকদার (৩০)।


আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে  সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।


গ্রেফতারকৃত নেশা জাতীয় মাদক দ্রব্য টাপেনটাডল ট্যাবলেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ২৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।


এ ধরণের অবৈধ ওষুধ তৈরী এবং মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‍্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


This is a newsportal website on international portal.
Please visit https://globalnewnews.com for english . and https://globalnewnews.com/bn for bangla version. Thanks .
Our 
Mobile ;
8801712706444 , 8801713580279 , 8801580414333 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ