টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে নগদ টাকাসহ পাঁচ জুয়ারি গ্রেফতার

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে নগদ টাকাসহ পাঁচ জুয়ারি গ্রেফতার


র‍্যাব টাঙ্গাইলে পাঁচ জুয়ারি গ্রেফতার করেছে

Global New News Desk -

মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন কুমুরিয়া গ্রামে মোঃ হারুন অর রশিদ (৫০), পিতা- মৃত বেলায়েত হোসেন এর চা দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে। 



গ্রেফতারকৃতরা হলেন ,


এ সময় মোঃ শওকত আকবর (৪৫), পিতা- মৃত আঃ লতিফ, মোঃ সুমন মিয়া (২৫), পিতা- মোঃ জামাল উদ্দিন, মোঃ শাহিন মন্ডল (২৮), পিতা- মৃত- মনতাজ মন্ডল, মোঃ হুমায়ুন কবির (৫০), পিতা- মৃত- ফয়েজ উদ্দিন, মোঃ বাবুল মিয়া (২৯), পিতা- মোঃ জালাল উদ্দিন, সর্ব সাং- কুমুরিয়া, থানা- দেলদুয়ার ও জেলা । 


টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে নগদ টাকাসহ পাঁচ জুয়ারি গ্রেফতার


হাতেনাতে গ্রেফতার ,


তাদেরকে এক বান্ডেল তাস এবং জুয়া খেলার নগদ ৩,২৯০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় নিজেরা তাস ও টাকা দ্বারা জুয়া খেলিয়াছে মর্মে স্বীকার করে। আসামীগণদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। 


সন্ত্রাস দমনের উদ্দেশ্যে ,


র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (Rapid Action Battalion) বা র‍্যাব (RAB) বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে। 




বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র‍্যাব গঠিত হয়। র‍্যাব-এর সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত। 

র‍্যাবের মূলমন্ত্র- মনোগ্রামের সর্বনিম্নে উৎকীর্ণ বাংলাদেশ আমার অহংকার র‍্যাবের মূলমন্ত্র। এ মূলমন্ত্রে উজ্জীবিত র‍্যাবের প্রতিটি সদস্য সন্ত্রাসমুক্ত সুখী এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য সর্বদা বজ্র কঠিন সংকল্পবদ্ধ। 



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা  পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। 




জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী খুন, এবং অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। 

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে নগদ টাকাসহ পাঁচ জুয়ারি গ্রেফতার


This is a newsportal website on international portal.
Please visit https://globalnewnews.com for english . and https://globalnewnews.com/bn for bangla version. Thanks .
Our 
Mobile ;
8801712706444 , 8801713580279 , 8801580414333 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ