গাজার সর্বত্র বিস্ফোরণ হচ্ছে, কোথায় বোমা পড়লো সেটা জানাও সম্ভব হচ্ছেনা



Global New News Desk - 

গাজায় ভয়াবহ মাত্রায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গত সোমবার থেকে যে ভয়াবহ মাত্রায় বিমান হামলা ইসরায়েল করছে তার নজির বিরল।


গাজায়বিবিসির একজন সংবাদদাতা বলছেন, বহু ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শী তিনি, কিন্তু এমন ভয়ঙ্কর হামলা আগে দেখেননি। রুশদি আবুলাউফ টুইট করেছেন, "গাজার সর্বত্র বিস্ফোরণ হচ্ছে। কোথায় বোমা পড়লো যোগাযোগ করে তার খোঁজ নেওয়া আর সম্ভব হচ্ছেনা।“


ইসরায়েলের সেনাবাহিনীর দেয়া হিসাবেই শনিবার পর্যন্ত গাযার ৬৫০টি টার্গেটে বিমান হামলা হয়েছে। অর্থাৎ সোমবার থেকে গড়ে প্রতিদিন একশ থেকে দেড়শ বার ইসরায়েলি যুদ্ধ বিমান গাজায় উড়ে গিয়ে বোমা ফেলছে। সেইসাথে চলছে সীমান্ত থেকে দূরপাল্লার কামানের গোলা।


গাজায় স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাবে মৃত্যুর সংখ্যা প্রায় দু‘শর কাছ্কাছি যার মধ্যে ৫২টি শিশু। ফলে, গাজার মত অত্যন্ত ঘনবসতি একটি এলাকায় নির্বিচারে বোমা হামলা নিয়ে জাতিসংঘ সহ বহু দেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।




ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের ,


কিন্তু এখনও এসব নিয়ে ভ্রুক্ষেপ নেই ইসরায়েলের। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও বলছেন, ‘যতদিন প্রয়োজন‘ গাজায় বিমান হামলা চলবে। এমনকি গাযায় স্থলবাহিনী ঢোকানোর সম্ভাবনাও নাকচ করছে না ইসরায়েল।


প্রশ্ন হচ্ছে, ঠিক কোন প্রয়োজনের কথা বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী? গাজায় এ দফার এই সামরিক অভিযান থেকে কোন উদ্দেশ্য তারা হাসিল করতে চাইছে ইসরায়েল?


ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা জেরুজালেম ইন্সটিটিউট অব স্ট্রাটেজিক অ্যান্ড সিকিউরিটি‘র (জেআইএসএস) গবেষক ড. জনাথন স্পায়ার বিবিসি বাংলাকে বলেন, হামাসের ছোড়া রকেটের জবাব দিচ্ছে ইসরায়েল, এবং এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে হামাস ভবিষ্যতে এমন সাহস না দেখায়।



“আমি মনে করি ইসরায়েল হামাসের রকেট নিক্ষেপের জবাবই দিচ্ছে। হামাসকে এমন একটি বার্তা দিতে চাইছে যে ভবিষ্যতে যেন এমন সাহস তারা না দেখায়। এছাড়া, গোপন জটিল কোনো উদ্দেশ্য ইসরায়েলের আছে বলে মনে হয়না।“


ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া হিসাবে হামাস গত সাতদিনে গাজা থেকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় তিন হাজারের মত রকেট ছোঁড়া হয়েছে. যার আঘাতে মারা গেছে দশজন। রোববার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে টার্গেট করে এবং তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। দাবি করা হয়েছে গত কদিনে হামাসের হামাসের গুরুত্বপূর্ণ বেশ কজন নেতা মারা গেছেন।



ইসরায়েল কি তাহলে গাযা থেকে হামাসকে উৎখাত করতে চাইছে ?


ড. স্পায়ার বলেন, তিনি মনে করেন না এই দফায় ইসরায়েলের তেমন কোনো লক্ষ্য রয়েছে। “সামরিকভাবে সেটা হয়তো ইসরায়েলের পক্ষে সম্ভব, কিন্তু তার জন্য যে মূল্য দিতে হতে পারে ইসরায়েল তার জন্য প্রস্তুত নয়।“


তিনি বলেন, “প্রথম কথা, হামাসকে গাজা থেকে সরাতে ইসরায়েলকে দীর্ঘ সময়ের জন্য ব্যাপক মাত্রায় স্থল অভিযান চালাতে হতে পারে। তার অর্থ বহু প্রাণহানির আশঙ্কা, ইসরায়েলি নাগরিকের প্রাণহানি ইসরায়েলে খুবই স্পর্শকাতর একটি বিষয়, রাজনীতিকরা সেই ঝুঁকি নিতে চাননা।“


তাছাড়া, ড. স্পায়ার বলেন, হামাসকে সরিয়ে দিলে গাযায় নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। “ইসরায়েল নিজে আবারো গাজার সরাসরি নিয়ন্ত্রণ নিতে কোনাভাবেই চায়না।।“


অনেক পর্যবেক্ষকই বিশ্বাস করেন, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া ইসরায়েলের রাজনৈতিক স্বার্থেরও পরিপন্থী, কারণ হামাসের কারণেই ফিলিস্তিনিরা রাজনৈতিকভাবে এবং ভৌগলিকভাবে দ্বিধাবিভক্ত রয়েছে যা রাজনৈতিকভাবে ইসরায়েলকে সুবিধা দিচ্ছে।



ইসরায়েলের প্রখ্যাত রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক এফরাইম ইনবার মনে করেন ইসরায়েল এই বাস্তবতা মেনে নিয়েছে যে হামাস বা লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হেযবুল্লার মত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক শক্তি প্রয়োগ করে নিশ্চিহ্ন করা হয়তো সম্ভব নয়, এবং সে কারণে ইসরায়েল এসব গোষ্ঠীর ব্যাপারে, তার ভাষায়, ‘মোয়িং দি গ্রাস‘ অর্থাৎ “ঘাস চেঁছে রাখার“ কৌশল অনুসরণ করছে।


২০০২ সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা, ২০০৬ সালে হেযবোল্লার সাথে যুদ্ধ এবং ২০০৬ এবং ২০০৮ সালে গাজায় হামাসের সাথে লড়াইয়ের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ২০১৩ সালে তার এক গবেষণাপত্রে অধ্যপক ইনবার লেখেন - “ইসরায়েল মেনে নিয়েছে এসব সশস্ত্র গোষ্ঠীর সাথে তাদের লড়াই হবে দীর্ঘ এবং জটিল। সাময়িক শক্তি নিয়ে পূর্ণাঙ্গ এবং নিশ্চিত বিজয় সম্ভব নয়। ফলে মাঝেমধ্যে তীব্র শক্তি প্রয়োগ করে এসব শত্রুদের শক্তি কিছুটা খর্ব করার কৌশল তারা নিয়েছে যাতে কিছুদিনের জন্য তারা ঠাণ্ডা থাকবে, ইসরায়েলের ওপর হামলা করতে ভয় পাবে এবং সীমান্ত কিছুদিন ঠাণ্ডা থাকবে।“সুত্র,বিবিসি



জেরুজালেমে কেন প্রার্থনার স্থান নিয়ে দ্বন্দ্ব ?


ড স্পায়ারও মনে করেন, ইসরায়েল এবারও হামাসের ব্যাপারে সেই নীতিই অনুসরণ করছে এবং কিছুদিনের মধ্যেই হয়তো এ দফার অভিযান বন্ধ হবে।“ইতিমধ্যেই যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার কথা উঠছে। আমেরিকা বলছে, মিশর বলছে। আমার মনে হয় আর খুব বেশিদিন এই অভিযান চলবে না।“ড. মনে করেন, ইসরায়েলি সরকার ও সেনাবাহিনী “বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ“ লক্ষ্য অর্জনের দাবি করবে।


“এরই মধ্যে তারা সেই দাবি তুলতে শুরু করেছে। সেনাবাহিনী বলছে গাযায় হামাসের টানেল নেটওয়ার্কের ব্যাপক ক্ষতি করা সম্ভব হয়েছে। হামাসের গোয়েন্দা তৎপরতার কেন্দ্র ছিল যে ভবনটি সেটি ধ্বংস করে দেওযা হয়েছে... আগামী ৭২ ঘণ্টায় আমরা আরো এমন বেশ কিছু সাফল্যের দাবি শুনবো।“


তবে, তিনি মনে করেন, প্রকৃতপক্ষে হামাসের শক্তি কতটুক কমবে, হামাস কতদিন রকেট ছোঁড়া থেকে নিবৃত থাকেবে তা বলা সম্ভব নয়।


“আসল লড়াইয়ের পর শুরু হবে সাফল্য ব্যর্থতা নিয়ে পরস্পরবিরোধী ব্যাখ্যার লড়াই। আপনি হামাসের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা শুনবেন। তারা বলবে ইসরায়েল কিছুই করতে পারেনি।“


ইসরায়েলের অভ্যন্তরে হামাসের প্রভাব ,


ইসরায়েলি হামলায় গাযায় জালা টাওয়ার ভেঙ্গে পড়ার দৃশ্য, শনিবার, মে ১৫। এই ভবনে আল জাজিরা এবং আমেরিকার সংবাদ সংস্থা এপি সহ বেশ কয়েকটি বিদশি মিডিয়ার অফিস ছিল



ইসরায়েলি হামলায় গাযায় জালা টাওয়ার ভেঙ্গে পড়ার দৃশ্য, শনিবার, মে ১৫। এই ভবনে আল জাজিরা এবং আমেরিকার সংবাদ সংস্থািএপি সহ বেশ কয়েকটি বিদশি মিডিয়ার অফিস ছিল


গাযায় দিনের পর দিন বোমাবর্ষণ এবং বেসামরিক লোকজনের প্রাণহানি নিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভ এবং অস্বস্তি বাড়ছে।


সৌদি আরবের জেদ্দায় রোববার ইসলামি ঐক্য জোট বা ওআইসির একটি জরুরী বৈঠক হচ্ছে। আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের হামলা এবং তারপর গাযায় প্রাণহানির জেরে ‘আব্রাহাম চুক্তি‘ নামে পরিচিত যে শান্তিচুক্তি কয়েকটি আরব দেশের সাথে ইসরায়েলের হয়েছে সেটি চাপের মধ্যে পড়বে বলে মনে করেন বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার। মধ্যপ্রাচ্যের আরো অনেক বিশ্লেষকই সেই সম্ভাবনার কথা বলেছেন।


তবে ড জনাথন স্পায়ার মনে করেন, আব্রাহাম চুক্তি ধসে পড়বে সে সম্ভাবনা তিনি এখনই দেখছেন না কারণ, তার মতে, “ঐ চুক্তির সাথে আরব ঐ দেশগুলোর নিজেদের অনেক স্বার্থ জড়িয়ে রয়েছে।“


তিনি মনে করেন, ইসরায়েলের এখন প্রধান উদ্বেগ জাফা, আকর এবং লোদের মত আরব অধ্যুষিত বিভিন্ন শহরে চলা দাঙ্গা, যে ঘটনাকে গৃহযুদ্ধের হুমকি বলে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।


ড স্পায়ার বলেন, “এই দফার এই সংঘাতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা তা হলো হামাস এই প্রথম ইসরায়েলের ভেতর আরব জনগোষ্ঠীকে খেপিয়ে তুলতে সক্ষম হয়েছে। এটি এবার হামাসের বড় একটি কৌশলগত অর্জন এবং ইসরায়েলের বড় মাথাব্যথার কারণ।“


তিনি বলেন, অভ্যন্তরীণ এই পরিস্থিতি ঠাণ্ডা করতেই ইসরায়েল হয়তো এখন যত দ্রুত সম্ভব গাযায় অভিযান বন্ধের তাড়না অনুভব করছে।



আল-আকসা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ